দিনে দিনে বেড়ে চলে মহা ক্রান্তিকাল,
সুখ কেড়ে দুঃখ দেয়, এ এক বেহাল!
যুক্ত হয় নব হাল- নব নব রূপে,
উঁচু ধামে উঠে কেউ, কেউ পড়ে কূপে।
চালনার সূক্ষ্ম চালে কেউ ধরা পড়ে,
কেউ যেন ফাঁকে থাকে চাতুরীর তরে!
শতক অঙ্কের মান সহস্রতে নিয়ে,
আতঙ্কিত করে কেউ উড়ো চিঠি দিয়ে!
মানবের মানবতা যদি ফিরে ঘরে,
সত্য রথে মহাবীর আসে ত্বরা করে।
সংক্রমণ ক্ষান্ত হোক- সঞ্চরণে তার,
লোকে তবে মুক্তি পাবে অবাধে আবার।
তাং- ২০/০৪/২০২১ ইং