কবিতা- কবির কাছে লালিত সন্তান,
কতো যত্নে গড়া হয় শব্দ দিয়ে প্রাণ।
আমন্ত্রণ করে কবি- কবিতা লেখার,
প্রাণে বাজে ধ্বনি এক সখ্যতা অপার।
করোনার দুঃখ শোকে নিমজ্জিত মন,
কবিতাই হোক তবে সাথী কিছুক্ষণ।
রামধনু রঙ আজ বিলীনে কোথায়?
কামান বারুদ যেন অকেজো ধরায়!
পারদের ওঠা-নামা নেই দরকার,
সুখের স্থিরতা বুঝি হলো একাকার।
তবু এক সুখবর বলে গেলো কবি,
চঞ্চল প্রাণের তরে শুধু মন ছবি!
বসন্তে কোকিল ডাকে সুমধুর সুরে,
আকাল পেরিয়ে যাক দূর থেকে দূরে।
তাং- ২৭/০৭/২০২০ ইং