আবার ভাঙবে প্রথা-
নীতি বান তার,
রাজ্য খানি কেড়ে নেই
সুযোগে আবার!
ক্ষণকাল আগে যিনি
নেয় তা দখলে,
অন্যে আজ ঢুকে পড়ে
অতি কৌতূহলে!
অধিপতি নয় কেউ-
সময়ের কাছে,
হাতখানি বিনিময়ে
রয় শুধু পাছে!
ও বন্ধু, দেখো না কেন?
এ বিধির খেলা,
এক হাতে থাকে না-তো
সময়ের ভেলা!
তাং- ২৯/০৩/২০২১ ইং