সময়ের টানে জীবনের পানে
বেলা হয় টিক-টিক,
কথা ঠিক হলে টিকটিকি বলে
গেয়ে যায় ঠিক ঠিক।
কারো সাত-পাঁচে নেই সে যে কাছে
আড়ালেই শুধু হাঁক,
নিজে নিজে চলে আনমনে বলে
খাবারের খোঁজে ফাঁক।
ছোট ছোট পোকা হয়ে যায বোকা
নিমিষেই প্রাণ শেষ,
জানে যদি আজি জান রেখে বাজি
কে করে জীবন পেশ?
সময়ের সাথে ছুটে সব প্রাতে
ঘটে চলে টুকটাক,
জনমের তরে ভালো থাকো ওরে
করে যাও ঠিকঠাক।
তাং- ২৫/০৮/১৯ ইং