সুখের দোলাতে চড়ে সময়ের দল,
হেলে দুলে খেলে যায় মন অবিচল।
বিশ্বাসের সাদা মেঘ দাপিয়ে বেড়ায়,
সবার উপরে ভাবে শুধু এর ঠাঁই।
একদিন ঝড় আসে অতি দ্রুত বেগে,
সবুজের কচি ডাল নুয়ে পড়ে ভেঙ্গে।
যেখানে মধুর ফল ভোগ করে যাও,
সেখানে কাটার ঘাত সয়ে তবে নাও।
এইতো খেলার মান অবিরাম চলে,
তিক্ত মিষ্ট সব যেন সময়ের পলে!
তাং- ২২/০১/২০২১ ইং