গগন চূড়ার স্বপ্ন এঁকে-বেঁকে চলে
কেউ ধরা দেয়, কেউ পালিয়ে বেড়ায়।
কোথায় কেমন সংঘ, কেবা কাকে বুঝে?
ভুবন পাড়ায় কেউ ফসল তোলায় ব্যস্ত
নির্ঘুম মালিক শুধু খসড়ায় রত।
কারো ঘুঘু ধান খায় চুপিসারে,
কারো চলে জমিদারি প্রথা অনায়াসে।
চতুর লোকের খেলা জমে উঠে আজ,
সুবোধের রাজ্য থাক আরো নিরাপদ।
তবু সদাচারী মানে তার মত করে।
তাং- ২৮/১২/১৯ ইং