দুঃসময়ে আসে কতো মুঠো ফোন মা'র,
মমতা জড়িয়ে সুধা ডাকে বার-বার!
ফিরে পাই প্রাণ তবে,
স্নেহময়ী- খোঁজে যবে!
মা নেই এখন আর,
খবর- কে নেই কার?
মমতাময়ীর কথা মনে পড়ে বেশ,
নিরালায় বসে ভাবি স্মৃতির আবেশ!
পরিজন আছে কত?
তবু আজ আশাহত!
হয় কী মায়ের মতো?
এ ধরায় রয় যতো!
এমন অভাব আজ পূরণের নয়,
মায়ের সদৃশ্য ভবে কেউ আর হয়!
বটবৃক্ষ হয়ে ছায়া,
আগলে রাখেন কায়া।
যত কষ্ট, মহামারি,
সহসা বিলীনে তারি!
এ ধরায় শুভাকাঙ্ক্ষী সে এক জননী,
কণ্ঠে, স্পর্শে এক যাদু- এ মোর অবনী!
মাটির রসেই ঘাস,
সবুজ গালিচা আঁশ!
অটুট বন্ধনে মাতা পার্থিব জীবনে,
ধরে রাখে হাল তাঁর অপত্যের সনে।
তাং- ১০/০৫/২০২০ ইং