যা কিছু পেয়েছ তুমি
এ জীবন ভরে,
মায়ের মমতা শুধু
খাসা এক ওরে!

ধরিত্রী যেমন করে
আগলে রাখে সব,
বাছাধন ধন্য তাঁর
যখনই প্রসব!

এ হলো জননী শ্রেষ্ঠা
সর্বকাল জয়ী,
মাকালও যেন কারো
নয় পরাশ্রয়ী।

তাং- ০৯/০৫/২০২১ ইং
@বিশ্ব 'মা' দিবস***