যার উপকার করতে গেলে
চাইলো প্রতিদান,
ঝোপ বুঝেও কোপ মারে সে
নেই যে লাজ ও মান!
সুখের কথায় প্রতিহিংসা
পুষে মনে মনে,
ঘায়েল করার ষড়যন্ত্রে
নকল হাসির সনে।
কলা কৌশল সব জানা তার
আশায় বাসা বাঁধে,
শিয়াল মামার ফন্দি সে-তো
শুভঙ্করের ফাঁদে!
তাং- ০৬/১১/১৯ ইং