এই দিনে এলো ভবে প্রভু যীশুখ্রিষ্ট,
ধরাধাম পূণ্য হলো মহামানব সৃষ্ট।
মানব রূপেই জন্ম নিলো পৃথিবীতে,
ধরনীর বেথেলহেমে জীর্ণ গোশালাতে।
শান্তি,ন্যায় প্রতিষ্ঠার্থে ব্রতী হন যিনি ,
মানব কল্যাণে তাই যুক্ত রয় তিনি।
অন্যায় করেন যারা ভালো চাও তার,
পীড়িত কাতর দুঃখে সাথী হও ওর।
মনুষ্য আত্মার তরে শ্রেষ্ঠত্ব আনেন,
তাদেরই দুঃখে কষ্টে পাশেতে থাকেন।
সংযম সহিষ্ণু ত্যাগে বলিয়ান যিনি,
ভালোবাসায় মহানে স্রষ্টাতেই তিনি।
খুশির উৎসবে আজ শুভ বড়দিন,
পবিত্র গির্জাতে তাই প্রার্থনায় লীন।
আনন্দেতে আত্মহারা ছোট বড় সবে,
শান্তাক্লজ আনে সব উপহার তবে।
তাং - ২৫/১২/১৭