দুষ্ট লোকের মিষ্ট কথায়
কষ্টে পড়েন সৎ জনে,
স্বপ্ন দেখার অন্ধ আভায়
গল্প বানায় আনমনে!
সাধ্য কোথায়! বিজ্ঞ সভায়
নষ্ট কথার গান ধরে,
সত্য জনের পথ্য আনায়
বন্ধ করেন কোন বরে?
চেষ্টা সবার তেষ্টা মেটায়
ভ্রষ্ট পথের নাগপাশে,
জ্যোষ্ঠ ভ্রাতার যুক্তি আবার
বুদ্ধিনাশের ছক ত্রাসে!
তুচ্ছ বিষয় মগ্ন থাকায়
যুক্তি নেই তো একটুকু,
শুদ্ধ উপায় নিত্য কালের
তত্ত্ব সুখের সবটুকু!
তাং- ০৩/০৫/২০২১ ইং