শরতের রৌদ্র ছায়া সারাদিন খেলে,
শাপলা শালুক যেন বিলে-ঝিলে মেলে।
খণ্ড খণ্ড সাদা মেঘ উড়ে যায় যদা,
অপরূপ নীলিমায় কত শোভা সদা।
কাশ ফুলে ভরে যায় চারিদিকে আজ,
বাতাসে দোলায় মন স্নিগ্ধতার সাজ!
প্রকৃতির মোহনীয় রূপে হই সাড়া,
শিউলি ফুলের গন্ধে মন মাতোয়ারা!
জোছনার ভালোবাসা শরতের রাতে,
প্রিয়া তার খোঁজে ফিরে সখা থাক সাথে।
ভোরের রবির আলো ঝিকিমিকি করে,
কুয়াশার বিন্দু যেন মণি মুক্তা ঝরে।
আগমনী বার্তা বহে- হৃদয়ে আনন্দ,
নবরূপে সেজে উঠে প্রকৃতির ছন্দ।
তাং- ০৮/০৯/১৯ ইং