তিন তারকার
দেখা হলো বাল্যকালের ঘাটে,
সেলফি মুডে কাটলো সময় আধুনিকের বাটে!

মেঠো পথের
ধূলিকণা মাখলো গায়ে কিছু,
ছোট্ট নদের সাঁকোটা আজ ডাকলো যেন পিছু!

পড়লো মনে
বটতলার ঐ উঁচু ঢিবির কথা,
আবেগ ঘন শৈশবসঙ্গী আজ একাকার তথা।

বন্দিঘরে
থাকতে গিয়ে বন্ধ শ্বাসপ্রশ্বাস,
এখন বুঝি ফিরে পেলো মুক্ত সুবাতাস!

প্রৌঢ়কালে
পড়লো মনে ফেলে আসা স্মৃতি,
আবার যেন পায়-গো ফিরে দামাল ছেলের কৃতী।

তাং- ০৪/০২/২০২১ ইং