রচয়িতা খুঁজে চলে শব্দ
ভাবের সাগরে ডুব দেয় নিরন্তর,
গভীর অভিনিবেশে মত্ত থাকে।
ভুলে যায় নাওয়া খাওয়া,
জাগতিক কাজ-কর্ম
শিকারীর তীক্ষ্ণ দৃষ্টি- যেমন নিশ্চল!
চলে শব্দাভিধানের কৌশল প্রয়োগ
যুদ্ধে মারণাস্ত্র, শান্তির অব্যর্থ বার্তা
কুমেরু সুমেরু সবখানে।
মাঝে মাঝে শব্দাত্মক ব্রহ্ম রূপে
মানবাত্মার পরম সত্তা হয়ে।
লক্ষ্যভেদে পৌঁছে লক্ষ্যস্থলে,
ভাঙাগড়ার নিঃশব্দ আওয়াজ।
গড়ে তুলে যোজনার খেলাঘর
অমূল্য প্রাচীর!
ভেঙে দেয় দুঃস্বপ্নের কালো হাত।
শব্দের পর শব্দবিন্যাস
একটা ভাব- গল্প, উপন্যাস
স্বপ্নের কবিতা, সৃষ্টি সুখ!
তাং- ২৮/১০/১৯ ইং