মনের ঘরে উঁকি মারে
না বলা এক কথা,
ডানা মেলার স্বপ্নে বিভোর
সুযোগ পেলে তথা।
কারো কাছে উড়ো চিঠি
দাগ কেটে যায় মনে,
কারো আবার পায়না নাগাল
শূন্যতা রয় সনে।
চারদিকে যার কাঁটা বনে
ঘিরে থাকে দেহ,
অশান্ত মন ফুল বিছানা
খুঁজে বেড়ায় কেহ!
বোবা কান্না যায় না বোধে
শত কালিমা তে,
সাহস জোগায় শাস্ত্র বিধি
দুঃখ ভোলার রাতে।
শব্দে যখন অনুরণন
ফোঁটায় হৃদে ফুল,
সুর সাধনায় ব্রত হয়ে
দুঃখ দূরে- কূল!
তাং- ১৬/১১/১৯ ইং