সপ্ত ডিঙা পাড়ি দিয়ে শীত আসে যায়,
কেউ জয় করে আর কেউ নিরুপায়!
কুয়াশার ধোঁয়াশায় ঢেকে যায় সব,
রবি তাই রুদ্ধদ্বারে- ধূসর উৎসব।
পাহাড়ের পাদদেশে বসবাসে যারা,
মৌনব্রত সম্বোধন করে যায় তারা।
শহরের ফুটপাতে শুয়ে কেউ কাটে,
মানবের ধ্রুব তারা কুয়াশার মাঠে।
পরাভূত হিমঋতু কারো কারো হাতে,
দুস্থজন মিলেমিশে ধরনীর সাথে।
দিন যায় রাত আসে শীত, গ্রীষ্ম যথা,
প্রকৃতির কাছে সঁপে নিদারুণ প্রথা।
শীতের প্রকোপে সুখ খোঁজে হুতাশনে
খোলা আকাশের নিচে জীবনের টানে।
এ ভবের সুখ-দুঃখ প্রকৃতির রীতি,
ভেদাভেদ ভুলে হোক সইবার প্রীতি!
১৫/০১/২০২০ ইং