কৌশল-অকৌশলের ফাঁদে ফেলে যারা,
কেবল রটনা করে
নিরীহের ঘাড়ে দোষ- কখন চাপাবে তারা?
কাপুরুষের রক্তিম চোখে খুব নেশা,
কখন চাঁদের হাটে দেবে হানা
এ যে তার নিত্যকার পেশা।
দিয়ে যায় নিরন্তর ব্যথা আর শাস্তি,
যদি পৃথিবীর মাটি খসে পড়ে আজ
ভাবে মনে- অগভীর জলে থাকা 'নাস্তি'।
বদান্যতা! ঘোলা জলে মাছ মারা,
দণ্ডিত সে- শাস্তি লাভে চুপ থাকে আর
গভীরে মনোনিবেশ করে, সময়ের পথ ধরে
মাঠ ছেড়ে পালাবে যে কারা?
তাং- ০৮/০৬/২০২১ ইং