এখনো তো বাকী রাত জাগা গান তার
সামলে রাখো কি সোনার সিংহাসন?
লাভ কী তোমার যত্নে রাঙানো পাড়
দিতে তো পারোনি ভালোবেসে ঐ মন!
দখিনা বাতাস খুলেছে জানালা আজ
সবুজের বুকে দেখেছি নতুন ঘাস,
গালিচার বুকে পেতেছি আসন খানি
আলিঙ্গনের স্পর্শ পাবার আশ!
এক জনমের সঙ্গী যদি গো হতে
ভোরের পাখিরা গেয়ে যেত গান কত,
রূপালি আলোক জেগে থাকে সারারাত
হাজার তারারা কালের সাক্ষী রত।
আবার যদি গো আসতে এ পথ ধরে
বরণ ডালার সোনালি ঝলক মুখে
তোমার জমানো কথারা উঠুক ফোটে
রংধনুর এক চিত্ত রাঙানো সুখে।
তবেই না হয় ব্যথিত জড়ানো পণ
অপেক্ষার ঐ গাইবে নতুন সুর,
গগন সুখের অট্টালিকার সনে
বাকি টা সময় কাটাবে অসম দূর।
তাং- ১০/১২/২০২০ ইং