ভাবনাগুলো কাঁদায় মনে এই ফাগুনের মাসে,
ভাষার লাগি জীবন দিলো মায়ের ছেলে শেষে।
পলাশ ফুলের লাল রঙে ঐ ফাগুন এলো বুঝি,
মায়ের চোখের ভাষা এখন কৃষ্ণচূড়ায় খুঁজি।
কতো বোনের ভাই হারানো শোকের ছায়া আজি,
অশ্রুজলে স্মরে তাদের নিরবধি বুঝি!
ভাই হারানোর এই দিনেতে উদাস হয়ে ভাবি,
কতোকাল আজ চলে গেল ভাই ছাড়া মোর সবি।
রাষ্ট্রভাষা বাংলা নিয়ে দাবি ছিল মোদের,
রক্তে লেখা বর্ণ জয়ে জীবন গেল ওদের।
সালাম,বরকত,জব্বার,রফিক বীর বিজয়ী ওরা,
ভাষার তরে সপে দিলো আত্মাহুতি তারা।
সারাজীবন করবো স্মরন এই দিনটিকে মোরা,
অমর হবে শহীদ স্মৃতি বাংলায় রবে এরা।
শহীদ মিনার অম্লান তুমি স্মৃতিময় সে দিন,
আটই ফাগুন গর্ব মোদের হৃদয়ে তাই লীন।
তাং -২০/০২/১৮