কেউ কেউ যুদ্ধে যায়
কেউ কেউ ভয়ে আড়ালে লুকায়।
যে যুদ্ধে গমন করে সেই-তো বিজিত
ভীতু চিরকাল হয় পরাজিত।
বার-বার ব্যর্থ হয় কাপুরুষ
সাহসের ভাগ্য আনে বীরেরা প্রত্যুষ।
যারা যুদ্ধ জয়ে দিয়ে গেছে প্রাণ
কোটি লোক আজো ভুলেনি তাদের দান।
স্মৃতি সৌধ রবে অমলিন
জীবনের প্রতিদান গেয়ে যায় চিরদিন।
কত যোদ্ধা রেখে যায় স্মৃতি
যারা বেঁচে আছে প্রতিপালনে তাদের কৃতি।
তাং- ০৯/১২/১৯ ইং