একে একে হেঁটে গেলো সাত শত স্মৃতি
আবেগের সুর তোলে কতো সব গীতি।
প্রকৃতির সঙ্গ লাভে ডুবে যায় মন,
চোখ বুজে দেখি এক নীলাকাশ ক্ষণ!
বিরহে নাগিনী কাঁদে কার শোকে তবে?
ভরা নদে তরী ভাসে বেসামাল সবে।
প্রেম যেন ফিরে আসে নতুনের বেশে,
বিহঙ্গ সুখের নীড়ে সদালাপী শেষে।
মানবতা ক্ষয় হয় দিকে দিকে কত,
মানবিক মন তাই লিখে রাখে ক্ষত।
সঞ্চিত স্মৃতির পাতা রোমন্থন করে,
ভালোবাসা সুখ খোঁজে প্রিয়জন ধরে।
কবিতার কথাগুলো ঘুরপাক খায়,
তাল, লয়, ছন্দ মেনে দেহ গড়ে যায়!
তাং- ২৯/১২/২০২০ ইং