জন্ম দিনে
দিলাম তোমায় একগুচ্ছ ফুল,
ভালোবাসায় ভরে উঠুক জীবন অনুকূল।
হাসির ঝলক
থাকুক মুখে আজন্ম কাল ধরে,
তৃপ্তি সুধা পান করে যাও আনন্দ মন ভরে।
সাগর যেমন
উদার হতে শিক্ষা দিয়ে যায়,
অন্তরাত্মা থাক না তোমার চির সজীবতায়।
এক জননীর
নাড়ি-ছেঁড়া ধনের মায়া যেমন,
সার্থকতা জানি তবে প্রাণখানিও তেমন।
ফুলের মধু
পান করে যায় মৌমাছিরা আজ,
এ এক জনম পূর্ণতা হোক রাজরানীর এ সাজ।
এক আকাশের
তারা সেদিন আলো জ্বেলেছিল,
আজও তেমন পূর্ণিমা রাত বছর ঘুরে এল।
তাং- ০৯/০১/২০২১ ইং