কর্ম বলো জীবন বলো চলে যাবে সবি,
থাকবে না এই ধরাধামে নশ্বর এই ভবি।
যা আছে আজ তোমার কাছে কাল রবে না আর,
তাই বলে কি সুখ না খোঁজে দুঃখে রবে ভার!
যাবার বেলায় শূন্যভয়ে বিদায় দিলাম তাকে,
হাসি খুশি রাখবে ধরে হৃদয় রাজ্য টাকে।
অভিমানী মনটা যে তার ভেঙ্গে চলে প্রায়,
চিত্তটা আজ ভালো রেখে শক্তি সঞ্চয় চায়!
কান্না ঝরা চোখে যখন জড়িয়ে ধরে মোরে,
হৃদকম্পনে আবেগ প্রবণ করলে যে সবারে।
মনে পড়ে কতো স্মৃতি পেশাদার জীবনে,
হৈ-হুল্লোড় হাসিঠাট্টা নানা কাল যাপনে।
এই জীবনে যা চেয়েছো সব পেয়েছো হাতে,
বিয়োগান্তে দুঃখ কেন কর্মজীবি তাতে?
আজকে না হয় তোমার পালা কালকে কারো হবে,
মন পাখিকে সান্ত্বনা দাও এই না তবে ভবে!
তাং - ২২/০৫/১৯ ইং