আলোয় আলোয়
ভরে উঠুক নতুন দিনের আকাশ,
এক পৃথিবীর সুখ কামনায় সকল অভিলাষ।
বেদনারই
গগন তলে গাইবে গানের পাখি,
সুখ সাগরে নাও ভাসিয়ে ভরবে মোদের আঁখি।
হাসবে আবার
জননীর মন পার্থিব সুখ দেখে,
ঝরা পাতা বসন্তকে যাবে এবার ডেকে।
মানবতা
আসুক তবে জয়-জোয়ারে ভরে,
একা নয়তো- একাত্মতা আসুক সমস্বরে!
তাং- ০১/০১/২০২১ ইং