কষ্টের পাথর জমেছিল বহুদিন,
হৃদয়ের মাঝখানে নাড়া দিত চিন!
ওজনে-তা ছিল বেশ- সিসা সম ভারি,
ভয়ানক ব্যাধি বলে- ভয়ে কাবু তারি!
এই বুঝি এল তেড়ে- কারো ধ্বংস নিয়ে,
নিঃশব্দ রোদনে মন কাকে বলে গিয়ে?
কতকাল এসেছিল অশনি সংকেতে,
ভাবনায় পড়ে ভাঁটা হৃদয়ের ক্ষতে।
বাঁচার নিছক স্বপ্ন দেখে সদা কভু,
জীবন রক্ষণে সবে লড়ে যায় তবু!
আপন নিয়মে স্মরে প্রভুকে বিপদে,
মনুষ্য আত্মার মান থাকে নিরাপদে।
হঠাৎ পাথর সরে গেল বুক থেকে,
মহারাজ সাথে আজি- পুলকিত রেখে!
তাং- ৩০/০৮/১৯ ইং