কেউ তারে কাছে টানে কেউ দূরে ঠেলে
আয়োজন আড়ম্বরে ভক্তিমাখা সুধা,
দুঃখবোধ পরিহারে কারো মন টলে
পান্থেরও পথ আছে নিবারণে ক্ষুধা।
কারো পথ রুদ্ধ হয় ভ্রম পথে পড়ে
শুদ্ধ আত্মা অবিনাশ স্থির অবিচল,
কোন পথে মুক্তি আসে কেউ খোঁজে মরে
পার্থিব জীবনে কেউ ব্যক্ত চলাচল।
জীবদ্দশা যাত্রাপথ- শোধিত হৃদয়
যথাকালে করো কর্ম পাবে পুণ্যজন,
পিছে ফেলে যায় যাক কে পাবে সে জয়?
ফল ভোগ আছে তার জানে অভাজন।
এক দ্বার বন্ধ হলে খুলে অন্য দ্বার,
বিবাগীর মন আজ মগ্ন লাগি কার!
তাং- ২৬/১২/১৯ ইং