কিছু অনুভূতি থাকে জেগে চিরায়ত,
মনুষ্য কল্যাণে রবে যুগে যুগে খ্যাত।
রবির কিরণে যেন পৃথিবীতে প্রাণ,
শস্য দানা দুলোকেই যত আছে দান।
আষাঢ়ে বাদল নামে তব কৃপা সার,
সুশোভিত প্রকৃতিও অপুর্ব যে তার।
কৃপাদানে আসে প্রভু ধরণীতে আজ,
আষাঢ়েই রথযাত্রা দেবালয়ে সাজ!
ভক্তরা মন্দিরে যাবে রথ টেনে নিতে,
ধরাধামে পুণ্য লাভে সমুদয় মেতে।
জগতের নাথ রূপে প্রভু জগন্নাথ,
বলরাম ও সুভদ্রা পূজে ভক্ত সাথ।
কলি কালে দুনিয়ায় সকলি অসার,
দয়া কর জগতের ওগো প্রভু ভার!
তাং- ০৪/০৭/১৯ ইং