মনে পড়ে সেদিনের কথা!
যেদিন- দিনের আলো শেষ হয়েছিলো,
স্তব্ধ হয়েছিলো সব কলরব!
চাঁদের হাট বসতো সেখানে,
শুভাকাঙ্ক্ষী এসে
পান-তামাকের আড্ডা দিতো,
যাপনের কতো সংজ্ঞা- আলাপচারিতায়!
ডিসেম্বর মাস- সমাপনী শেষে নাতি-
নাতনীদের আনন্দ যেন এক শ্রীতিসম্মিলন,
ঢালাও বিছানায় রূপকথার কাহিনী
আর অর্ধরাত্র পার!
তুমি বলেছিলে,
একদিন এখানে থাকবে না কিছু-
আজ খাঁ খাঁ সেই প্রীতি সম্মিলন!
মাথার উপর নির্ভরতা-
স্নেহ-মমতা, রক্তের টান আর নেই,
কুমড়ো লতার ফুল এখন মলিন,
আম কাঁঠালের সেই স্বাদ গন্ধ নেই!
বটবৃক্ষ, সুবাতাস, ভালোবাসা যেন
চার দেয়ালে আবদ্ধ;
শুধু আজ বাবা নেই বলে!
তাং- ২১/০৬/২০২০ ইং