রাজা মশাই দারুণ কাজের
জনগণে বলে,
তাইতো রাজা কিছু কাজের
নজির রেখে চলে!

শিয়াল মামা নাক উঁচিয়ে
চলে যেমন বনে,
ত্রি ভুবনে সে-তো চালাক-
ভাবে মনে মনে!

হঠাৎ যখন ফাঁদে পড়ে
লেজটা গেলো কাটা,
সভাসদে এসে বলে
লেজ কী হবে ঝাঁটা!

জনগনও বোকা নয় যে-
বুঝে ফন্দি বাজি,
তার ধান্ধাতে টলে না মন
লোকও চালাক আজি।

সত্যিকারের উপকারে
আসে যে জন কাজে,
এই দুনিয়ায় ঠাঁই পাবে সে
জনগনের মাঝে।

তাং- ১৯/০৮/১৯ ইং