সুধীজন বিরচনে নেই আর বাকি
আলেখ্য দর্শনে যার নিখুঁত চয়ন,
দিয়ে গেলে অকাতরে বর্ণনায় আঁকি
পিপাসিত পেয়ালায় পানে পান্থজন।
সাহিত্য প্রেমিক কতো উপভোগে মাতে
সমগ্র আধার ভরে রাখা গুণ গানে,
রবির কিরণ তাই আলোকিত প্রাতে
দূর করে মূঢ় সব অসংকীর্ণ পানে।
উচ্চাসনে উচ্চ শির অধিষ্ঠিত যিনি
আকাশে-বাতাসে তাঁর প্রতিধ্বনি তবে,
আবর্তিত বাংলা ভাষা শব্দ খনি তিঁনি
মহান আদর্শ নাম কণ্ঠে বেঁচে রবে।
প্রয়াণ দিবসে আজ স্মরণে সবার,
শ্রদ্ধাঞ্জলি লও তবে চরণে তোমার।
তাং- ০৭/০৮/২০২০ ইং