কার কাছে জানাই প্রতিবাদ!
সাধারণে নেই কোন ঐক্য-
কেউ দেয় আশা, সান্ত্বনার বাণী,
যা হওয়ার তা হয়েই চলে
কে করে নিষেধ- পাপিষ্ঠরা সব জোটবদধ!
তুমি যখন- একের অংক কর,
তিলে তিলে তৈরি কর- সুখের সঞ্চয়;
দুর্বৃত্তরা পরম আনন্দে মত্ত,
বলে- ব্যাটা পাগলের দল!
তুমি যখন জয়ের নেশায় ঘর্মাক্ত,
ওরা তখন ফন্দির জাল পাতে
বলে- আস্ত গর্দভের দল!
জয়-পরাজয় সব-তো আগেই হয়ে আছে!
তুমি সারাজীবন যা করবে
আমার তা নিমিষেই রপ্ত হবে।
যেমন চালাবো তেমনি চলবে,
ছাগলের তৃতীয় বাচ্ছাটা- শুধুই লাফাই!
প্রতিবাদী- শুধু কিছু লিখিত কাগজ!
যেখানেই যাবে সেখানেই আমাদের হাত,
কোন লাভ নেই লম্ফঝম্প করে?
খেলারাম খেলে যায়-
পরিনতি ছুঁয়ে যায় দুরাত্মার পিছু পিছু,
একদিন সেও ভিক্টিমের পথে পা বাড়ায়।
রজনীর ঘোর কাটে-
প্রতিবাদী শেষ খেলা দেখে আর...
পালানোর পথ বুঝি- আত্মহত্যা!
তাং- ০৯/০৪/২০২০ ইং