বিকশিত জীবনের এক সূত্র আছে,
কেউ জেনে এর চর্চা করে;
কেউ বা না জেনে পাণ্ডিত্য জাহিরে ব্যস্ত।
পাল তোলা নৌকা বাতাস কেন্দ্রিক,
সময় নির্ভর করে নিয়মে চলে না;
মাঝ দরিয়ায় আত্ম নির্ভরতা প্রয়োজন!
দিনে দিনে সত্য- প্রকাশিত রূপ নেয়;
সত্তার উদয় বলে দেয়-
বিজ্ঞতা কোথায় নোঙর ফেলবে?
তবেই তো
অজ্ঞেয় লোকের জিত বা অজিত আসে
সভ্যতার চরম উৎকর্ষে।
তাং- ০৬/১২/২২ ইং