প্রশমিত বেদনার জয় হয়,
এভাবেই কেটে গেল সব ভয়!
তিক্ততার স্বাদ নহে অবজ্ঞায়,
নিতে হবে এ স্বাদ সমানে তাই।
আলোর অভাবে অন্ধকার ঘর বাঁধে,
অজ্ঞতা বিনাশ করে শুদ্ধ জ্ঞান সাধে।
কারো হাতে
একক কর্তৃত্ব মানায় না,
হিসেবের খাতা মিলে যায়
সে-তো এক অকপট নিয়ন্ত্রণ আনা!
তাং- ১৭/০২/২০২২ ইং