মর্মাহত স্নায়ুজালে গড়াগড়ি কত চালে
বেদনায় হতাহত আজ,
শত রাত পাড়ি দিয়ে প্রতীক্ষার নাও নিয়ে
চন্দ্রিমার ঘাটেঘাটে সাজ!
নানাভাবে দিন গুনে কত কথা শুনে শুনে
সীমানার দেখা পাবে বলে,
আশ্বাসের সীমারেখা যতটা হয়েছে দেখা
কূলের সীমানা যেন তলে!
এতটুকু আশা মেলে সুবাতাস যদি খেলে
দরদীর- মন কারো কাঁদে,
রোষানল থাকে যার পুড়ে সব ছারখার
শান্তির বারতা কেউ সাধে!
খর তাপ আসে যায় সময় যে সাক্ষী হায়
বিচারের ধার ধারে কার?
সব ব্যথা ক্ষয়ে ক্ষয়ে জীবন পাতায় বয়ে
শান্ত নীড়ে ক্ষান্ত হবে সার!
তাং- ২৩/০৫/২০২১ ইং