প্রকৃতির অনাবিল সৌন্দর্য পাহাড়,
সাগর মানুষকে চিরদিন মুগ্ধ করেছে...
কবির ভাষায়-
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে।
মুগ্ধ করে পাহাড়ের পাদদেশ ঘেঁষে
নদীর এঁকেবেঁকে বয়ে চলা!
সত্যিই বিরল দর্শন!
যেন অবচেতনভাবে কোন এক
স্বপ্নলোকে মন হারিয়ে যায়!
স্বপ্নেরা ডানামেলে ছুটে চলে
অন্তহীন মনের গহীনে!
সবুজের সমারোহ, নীলিমা আকাশ
যেন সখ্যতা পেতেছে।
প্রকৃতির উদারতা স্রষ্টার অপার
মহিমা ছাড়া আর কি!
উজার করেই ঢেলে দিল সৌন্দর্য।
আহা! রবি ঠাকুরের -
'মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে...'
তাং - ২৩/০১/১৮