প্রতীক্ষার অবসান হলো না আজও
এক এক করে দিন, মাস পার হলো।
সকলেই সান্ত্বনার বাণী নিয়ে এলো,
কেউ নিয়ে এলো না চাঁদের হাসি!
এদিকে শুকিয়ে আধমরা জনক-জননী
কখন হৃদয় ধ্বনি বেজে উঠে
এইতো এসেছি আমি...
সারা নগরীর নির্জীবতা বয়ে চলে,
অশ্রুজল বলি আর প্রাণশক্তি
কিছুই যে অবশেষ নেই...
সব ক্ষয়ে ক্ষয়ে শেষ এক তনয়ের তরে,
তবু ফিরে এলো না প্রদীপ শিখা
অন্ধকারের আলো হয়ে...
তাং- ০৪/১১/২০২০ ইং