তুমি যাবে যাবে করে এখনো গেলে না,
এ ডাল ঐ ডাল করে
কত যে বাহানা!
শত্রু মিত্র মহা ভয়ে অবরুদ্ধ পথ,
মুক্ত বনও কাঁটা যুক্ত
জনশূন্য রথ।
রাজকন্যা নৃত্যরত বিলাসী অঙ্গনে,
বিশ্ব মঞ্চে কী চলে তা
ভাবনা আছে মনে?
তোমারে বধিবে যারা- তারা যাবে কোথা?
ভব কথা সৃষ্ট যার
তিনিই-তো হোতা!
তাং- ২৯/০৫/২০২০ ইং