প্রবাস জীবন দুর্বিষহ-
হোক না যতই প্রিয়,
স্বীয় দেশের মতো কি আর
হবে তুলনীয়!
চাকচিক্যতে দেখতে প্রবাস
লাগুক যতোই মনে,
স্ব দেশের এই মায়ার বাঁধন
কোথায় পাবে সনে?
মায়ের কাছে সন্তান যেমন
দুধে-ভাতে থাকে,
বিমাতা কি করবে পালন
সেভাবে আর তাকে!
নাড়ী-ছেঁড়া ধনের কদর
বুঝে শুধু তিনি,
আপনা গর্ভে ধারণ করে
জন্ম দিল যিনি!
বুকের ব্যথা, কষ্টগুলো
জমাট বেঁধে রাখি,
জন্মভূমির মতো- এদেশ
কোথা আছে নাকি!
তাং- ০৩/১০/১৯ ইং