দ্বার খুলে দাও
ওগো বিধি দ্বার খুলে দাও শীঘ্র,
মুক্ত বায়ু প্রাণের আধার
চাইছে এবার অন্ত্র!

খাওয়া-দাওয়া
উদর ভর্তি সব হলে কী হয়?
সূর্যালোকই- উৎস প্রাণের
তাতে তত্ত্ব রয়।

অন্ধ জনের
দৃষ্টি ক্ষুধা নিত্য চরাচর,
সর্বস্ব তার থাক না ভবে
অপূর্ণ যার কর!

তাং- ০৫/০৫/২০২০ ইং