সাহসের বরপুত্র কেউ কেউ থাকে,
যারা ময়দানে- যুদ্ধ দেখে পালিয়ে যায় না।
নীল কমলের আহ্বানে আমিও মুগ্ধ!

স্রোতস্বিনী- ঢেউ দেখে দেখে
কোনো পথিক অভ্যস্ত বলে;
তাকে রণাঙ্গনে কিংবা আরো আরো
ক্ষতের গভীরে ভাবা যায় অনায়াসে!

তাইতো, এ জীব-
আশা দিয়ে যায়, অগ্নিময় পথে আমি আছি!
থাকবো, এগিয়ে চলাই তো সার্থকতা;
যদি প্রয়োজন পড়ে, ডেকে নিও!

এইতো সমাজ...
যে তোমাকে পথ দেখায় এগিয়ে যেতে।

কাল গর্ভে কে কখন হারিয়ে যাবে
তার কোনো ঠিক নেই!
এক শ্রেণী আছে-
যারা স্বস্থানে আপনা জাল বুনে চলে আজীবন...
'কাল' তাকে স্পর্শ করে বলে মনেই হয় না!

তাং- ১৮/০৩/২০২১ ইং