কাল তুমি ছিলে এই খানে
আজ তুমি নেই সেই খানে!
ফাঁকা চেয়ার ফাঁকাই আছে
কেবল শূন্যতা পাছে।
মনে হয় আছ তুমি-
নির্বাক নির্জন ভূমি।
কারা যেন শাসন-শোষণ
করে যায় অকারণ।
এ মর্ম বেদনা কার?
সব লোক নির্বিকার।
ভেবে ভেবে যায় বেলা
কার রাজ্য কার খেলা?
এটাই নিয়ম চলে
বিধির বিধান বলে।
আজ আছ কাল নেই
পরম্পরা চলে সেই।
তাং- ২৮/০২/২০২০ ইং