ঐখানের অচেনা গলিতে
কেউ যেতেই চাই না...
তবু্ একদিন,
চাঁদের হাটের বিহ্বলতা সাঙ্গ হয়,
চলে যেতে হয় নিঃসঙ্গতার আড়ালে!
এই পুণ্যভূমি দেখে দেখে, কেউ কেউ
ক্ষান্ত পরিশ্রান্ত...
কেন এত ভালোবাসা জমিয়ে জমিয়ে
মায়া ভরা জনসমুদ্রের এতো মোহ মায়া...
শুধু জঞ্জালের ভাগ বাটোয়ারা!
হিংস্র প্রাণী নয়,
ওরাই ওদের বড় ভয়!
বয়ে যায় সময়ের নাও,
চন্দ্র-সূর্য তাও...
মহা বীরের প্রাচুর্য, অট্টালিকা- নিছকই!
কাকে বলি-
এ জগৎ চক্রাকারে ঘূর্ণায়মান লাটাই...
আমিও জানিনা-
কতো শত পরিভ্রমণের পর,
এই নক্ষত্রের মৃত্তিকায়
অক্সিজেন সুখে পরিব্যাপ্ত...
ঐ নিরাসক্ত শূন্যেই- তুমি এক, একা!
তাং- ০৯/০৬/২০২০ ইং