অভিনন্দন জ্ঞাপন-
কারো কারো আহ্লাদের বটে!
আবার কারোর দুঃখ
দহনের পোড়ামাটি খাঁ খাঁ!
তবু,
নায়কের রূপ দান,
পঁচানব্বই জনের মন জয় করে
সম্মানে- শিরোভূষণ পায়!
আবার,
প্রতিপক্ষ থাকবে এটাও স্বাভাবিক!
চাঁদের কলঙ্ক আছে,
তাই বলে- স্নিগ্ধ আলো কারো আশা
আকাঙ্ক্ষার দাবি মেনে দৃশ্যত হয়না...
অথচ সুধাকরের,
এই আলো পক্ষ প্রতিপক্ষ-
সবারই মধ্যমণি জানি!
সঙ্গে এর কেলেঙ্কারি আর ভালোবাসা
যে যেভাবে ভাবে...
তাং- ১৪/০৫/২০২০ ইং