যখন তোমার
সুযোগ হলো- গাইলে অনেক গান,
বললে তুমি মহান গায়ক তানপুরাতে প্রাণ।

আপ্যায়নে
মজালে এক সুখ পরীদের মেলা,
করলে অনেক বেচাকেনা- লাভলভ্যের খেলা।

গুটি কয়েক
দর্শক ছিল- দেখালে এক খেল,
বে-সুরা এক কণ্ঠ দিলে শ্রোতার হলো জেল!

অনুরোধের
করতালি নেইকো কারো মনে,
আশায় থাকে আসন ছেড়ে পালায় কখন বনে?

দেশ জুড়ে এক
আকাল এলো কাকও- কোকিল তানে,
চলছে দেখ হরেক খেলা ভুল ঠিকানার পানে!

তাং- ১৩/১০/২০২০ ইং