একটু একটু করে উঁকি মেরে দেখে
কতটুকু পুড়ে গেলো সবুজ পাহাড়!
যে ব্যথা পোড়ায় আজীবন
এ-তো স্বাভাবিক হয়ে যায় দগ্ধ মনে!  

নিবিষ্ট তপস্বী ধ্যানে মগ্ন রত,
কে ভাঙ্গায় তাঁর মৌন ব্রত?    

তোমার চাতুরী-
উলু বনে মুক্তা ছড়ানোতে ব্যগ্র!  
দিন যায় রাত আসে-
সুখ-দুঃখ পূর্ব ও পশ্চিমে নিয়মেই ব্যস্ত!

তাং- ১৩/০৭/২০২০ ইং