পেয়ে গেলে বুলি ছোড়ে সুহাসিনী মন,
অবিরাম খই ফোটে মুখে-তো তখন!
ফেলে আসা স্মৃতি তার রোমন্থন করে,
দুঃখ পায় এতকাল- নষ্ট কার তরে!
অতীত অন্যায্য এক- শুধু হাহাকার,
মাঝ পথে সিঁড়িপথ বিলক্ষণ সার!
ঝলকিত হয়ে যায় সিংহাসন এক,
বাজায় সুখের বাঁশি অকথ্য হরেক!
সহসা উচ্চশিখর- ভুলে সব পথ,
গর্বিত বচনে কেউ দুঃখিত সতত!
অভিসম্পাত দেয়-তো সব তরু দল,
অবরুদ্ধ এক সুখ- তবে প্রতিফল!
তাং- ০৮/১০/২০২০ ইং