ধ্রুবতারা প্রদীপ্তভাবে আকাশে জ্বলে-
এর জৌলুস দেখার মতোই;
একদিন হয়তো সেও ঝড়ে পরে যাবে
তোমার আমার অজান্তেই!
এই তো খবর এলো -
তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন।
যিনি গেলেন তিনি আর ফিরে আসবেন না !
আসা-যাওয়া তো আমাদের হাতে নেই।
সন্ধ্যা মালতীর সৌন্দর্য্যই যেন স্বল্পকাল
থেকে ঝড়ে পড়া...
রাসিকা বিদেশি, সুপাট সদালাপী
প্রতিষ্ঠান সহকর্মী ছিল।
সেই সুদর্শন সহাস্যেও ধ্রুবতারাটি আজ
খসে পড়ে গেল নিমিষেই!
ধরণীতে কিছুই রবে না চিরস্থায়ী-
মায়া-মমতার যোগসূত্র,
ভালোবাসা, সম্পর্কের কোন স্মৃতি-
আর সৌহার্দ্রের এই বন্ধন !
তাং - ২২/০৫/১৮