এক গান শেষ করে অন্য গান ধরে,
ভিন্ন স্বাদে সুর আনে শ্রোতা মুগ্ধ করে।
বুঝে উঠে কেউ তার কিয়দংশ তাল,
সমষ্টিক জানে না-তো কি যে হালচাল!
শত মঞ্চ জেগে উঠে শত রূপে আজ,
কতো মঞ্চে কতো চিত্র দৃশ্যগত সাজ!
সবকিছু মগ্ন হতে অস্থিরতা মনে,
নাচাই কেন্দ্রিক সুর লোলুপতা পণে!
আত্মস্থ নিমগ্ন থাক নিজ ধ্যানে রত,
এত সব কার তরে অনাগত ব্রত!
পৃথিবীর ভালোবাসা জমে হোক ক্ষীর,
অবান্তর অযাচিত ভুলে যাক বীর!
তাং- ২২/১১/২০২০ ইং