শান্তি আসে- ক্লান্তি মনে
আপনি রাজা যখন বনে,
সকল প্রজা ঐকতানে
মালা বুনে সুখের পানে!
বিয়ে বাড়ির বাদন বাদ্য
কে বাজাবে! কার এ সাধ্য?
তবুও কেউ হাতটি বাড়ায়
শুভ কাজে সামনে দাঁড়ায়!
মানুষ যদি মানব হবে
দানব আজি বিনাশ তবে,
সত্য জয়ের রথে বসে
রাজ্যসভার রাজা রসে!
তাং- ২৬/১০/১৯ ইং