রজনীর অনুতপ্ত গান
আর শুনতে চাই না,
এক টুকরো প্রেরিত সুখ
ইমিউনিটির অভাবটা আজ দূর করে দেয়-
দূরে, বহু দূরে...
পশ্চিম আকাশে দেখি প্রতীক্ষার চাঁদ
আর সুরক্ষা বলয়...
আশ্বস্ত করার পথ যখন নিরব,
স্রষ্টার সৃষ্টির মাঝে- আনন্দ এভাবে
অপেক্ষায় থাকে!
খাওয়ার অভাবে নয়
আনন্দের অভাবেই মানুষ বিপন্ন হতে পারে।
ভিটামিন সি, ডি আর প্রয়োজন নেই,
এমন আনন্দঘন আয়োজনে...
ঐক্যের বন্ধন-
সকল হেতুর হ্রাস মাত্র!
হে প্রভু!
তোমারই সব- এই জগৎ , সংসার!
তাং- ২৫/০৫/২০২০ ইং